এরদোয়ানের সঙ্গে আলোচনা জাতিসংঘ মহাসচিবের

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কের মধ্যস্থতার প্রচেষ্টার মধ্যেই দেশটি সফর করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় তাকে স্বাগত জানান তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। পরে তুর্কি নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন জাতিসংঘ মহাসচিব। এ সময় বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের। এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

রাশিয়া ও ইউক্রেন সফরের আগে তুরস্কে গিয়ে এরদোয়ানের সঙ্গে এ বৈঠক করলেন জাতিসংঘ মহাসচিব। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

সোমবার জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, গুতেরেস-এরদোয়ান বৈঠকে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোরের ওপর জোর দেওয়া হয়েছে। এ সময় যুদ্ধ অবসানে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব।

এর আগে গত ১৮ এপ্রিল জাতিসংঘের সহায়তা কার্যক্রম বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মানবিক আলোচনার জন্য তুরস্কের ভূমিকার প্রশংসা করেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img