‘রাশিয়ার ওপর ইউরোপের জ্বালানি নিষেধাজ্ঞার বিষয়ে কোনও ঐকমত্য হয়নি’

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্বালানি নিষেধাজ্ঞার বিষয়ে এখনও পর্যন্ত কোনও ঐকমত্য হয়নি। জার্মান সংবাদপত্র ডাই ওয়েল্ট-এর সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ইইউ-এর শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

জোসেপ বোরেল বলেন, রাশিয়ার তেল ও গ্যাস আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা বা শাস্তিমূলক শুল্ক আরোপের বিষয়ে এখনও পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর একীভূত অবস্থান নেই।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার বৈদেশিক মুদ্রার প্রধান উৎস হলো তেল রফতানি। ইউরোপের বৃহত্তম তেল সরবরাহকারী মস্কো। তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপে রুশ তেল আমদানি বন্ধের দাবি উঠেছে।

২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের মোট তেল আমদানির এক চতুর্থাংশেরও বেশি এসেছিল রাশিয়া থেকে। এখন এই আমদানি বন্ধের দাবি উঠলেও জোসেফ বোরেল বলেন, তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞার চূড়ান্ত প্রস্তাবনা এখনও টেবিলে নেই।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img