বিশেষ মর্যাদা বিলোপের পর প্রথমবার কাশ্মির সফরে মোদি

জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপের পর প্রথমবার উপত্যকায় সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিশাল সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। ২০১৯ সালে জম্মু-কাশ্মিরকে রাজ্য থেকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার দুই বছর পর এই সফর তার। সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জম্মু-কাশ্মিরকে।

উপত্যাকায় বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে অপেক্ষায় আছেন হাজার হাজার লোক। জাতীয় পঞ্চায়েত রাজ অনুষ্ঠানে যোগ দিতেই রবিবার প্রধানমন্ত্রী মোদির কাশ্মির সফর। একাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি। ২০ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বানিহাল-কাজিগুন্দ সুড়ঙ্গ এই প্রকল্পের মাধ্যমে তৈরি হবে। যা দুই কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করবে। পঞ্চায়েত রাজ দিবসে মোদির এই কাশ্মির সফর ঘিরে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে মোদির সভাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img