ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রোঁই থাকছেন নাকি প্রেসিডেন্ট হিসেবে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ম্যারিন লা পেনকে বেছে নেবে ফরাসি জনগণ।
এবারের প্রেসিডেন্ট পদে ১২ জন প্রার্থী প্রথম দফা নির্বাচনে অংশ নিয়েছিলেন। ওই দফায় মাক্রোঁ পেয়েছিলেন ২৭.৮৫ শতাংশ ভোট, লা পেন পেয়েছিলেন ২৩.১৫ শতাংশ ভোট। বামপন্থী জঁ লুক মেলাশঁ পেয়েছিলেন ২১.৯৫ শতাংশ ভোট।
সবশেষ জরিপ বলছে, ক্ষমতাসীন ম্যাক্রোঁ ৫৩ থেকে ৫৬ শতাংশ ভোট পাবেন, অন্যদিকে, লা পেন ৪৪ থেকে ৪৭ শতাংশ ভোট পেতে পারেন। ২০১৭ সালের নির্বাচনে ম্যাক্রোঁ ৬৬ শতাংশ এবং লা পেন মাত্র ৩৪ শতাংশ ভোট পান। তবে এবারের নির্বাচন সমীক্ষায় ইমানুয়েল ম্যাক্রোঁ এগিয়ে থাকলেও ব্যবধান খুব বেশি না থাকায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
ফ্রান্সে এবার মোট ভোটার ৪ কোটি ৮৭ লাখ মানুষ। সবাই ভোটকেন্দ্রে যাবেন কিনা এ নিয়ে খবর প্রকাশ করছে ফরাসি সংবাদমাধ্যমগুলো। বিগত দুই দশকের মধ্যে ফ্রান্সের কোনও প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে জয় পাননি। এক মাসে আগেও মনে করা হচ্ছিল সেই অবস্থা পাল্টাতে চলেছেন ম্যাক্রোঁ। জোরালো অর্থনৈতিক উন্নতি, ভেঙে পড়া বিরোধী শিবির এবং পূর্ব ইউরোপে যুদ্ধ এড়াতে রাষ্ট্রনায়কোচিত ভূমিকার পিঠে চড়ে ফের ক্ষমতায় বসতে যাচ্ছেন বলে অনেকেই ধারণা করছিলেন। তবে নির্বাচনি প্রচারে দেরিতে প্রবেশের মূল্য দিতে হতে পারে ম্যাক্রোঁকে।
অন্যদিকে ম্যারিন লা পেন কয়েক মাস ধরেই ফ্রান্সের শহর ও গ্রামে প্রচার চালিয়েছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ওপর জোর দিয়ে প্রচার চালিয়ে গেছেন তিনি।
ইউআর/