সুইডেনের কয়েকটি শহরে ডানপন্থী উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, সুইডেনে অস্থিরতা, সহিংস বিক্ষোভে বেসামরিক মানুষ এবং আইন প্রয়োগকারী কর্মীদের হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং সম্মান করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহনশীলতা অনুশীলন এবং অযাচিত উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।
ইউআর/