দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৫০ জন। এ সময়ে কেউ মারা যায়নি। এতে এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৬ জনই রইলো এবং মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪১২ জন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৯০ শতাংশ।
এদিন সুস্থ হয়েছেন ৩৩১ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯১ হাজার ৫২৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৫১৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৪৫টি। এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৯০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ০১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
ইউআর/