গতকাল সোমবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নবজাতক সন্তানের মৃত্যুর খবর জানান পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কঠিন এই সময়ে স্ত্রী জর্জিনা রদ্রিগেজ ও পরিবারের পাশে থাকতে চান তিনি।
তাই পরবর্তী ম্যাচে লিভারপুলের বিপক্ষে খেলবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।
মঙ্গলবার (১৯ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে লিভারপুলের বিপক্ষে রোনালদোর না খেলার বিষয়টি নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিবৃতিতে বলা হয়, ‘সবকিছুর চেয়ে পরিবার বেশি গুরুত্বপূর্ণ এবং রোনালদো অত্যন্ত কঠিন এই সময়ে তার প্রিয়জনদের পাশে আছেন। এ অবস্থায় আমরা নিশ্চিত করতে পারি যে মঙ্গলবার সন্ধ্যায় অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচে তিনি (রোনালদো) খেলবেন না।
ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টায় লিভারপুলের মাঠে খেলতে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইউআর/