ইউক্রেনীয়দের ৫৪ মিলিয়ন ডলারের মানবিক সহায়তাঃ ইইউ

ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিতে ৫৪ মিলিয়ন ডলার বরাদ্দ দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেজ লেনারসিক বলেছেন, এই তহবিল স্বাস্থ্যসেবা, পানি ও বিদুৎ সুবিধা থেকে বিচ্ছিন্ন মানুষদের সহায়তায় ব্যয় করা হবে। এছাড়া যুদ্ধের ফলে যারা নিজেদের সবকিছু পেছনে ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের পেছনেও এই অর্থ কাজে লাগানো হবে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনীয়দের সঙ্গে আছে বলেও মন্তব্য করেন জেনেজ লেনারসিক।

আল জাজিরার খবরে বলা হয়েছে, নতুন এই তহবিল যুক্ত হলে ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় ইইউ-এর সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনারের দফতরের মোট বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ১৫৪ দশমিক ৬ মিলিয়ন ডলার।

এদিকে রাশিয়া পরমাণু হামলা চালাতে পারে, এমন বার্তা দিয়ে আবারও সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার দেশটির সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বসে থাকতে পারি না, বিশ্বকে অবশ্যই সম্ভাব্য পরমাণু হামলার বিষয়ে প্রস্তুত থাকতে হবে। এর আগে বৃহস্পতিবারও তিনি এমন সতর্কবার্তা দেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img