কিয়েভে আবারও বিকট বিস্ফোরণ

একদিনের ব্যবধানেই রাজধানী কিয়েভে ফের শক্তিশালী বিস্ফোণের শব্দ পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, রবিবার ভোরে রাজধানী কিয়েভে বিকট বিস্ফোরণ ঘটেছে। রাতে ইউক্রেনের বেশিরভাগ জায়গাতেই বিমানের সাইরান বেজেছে।

যদিও বিস্ফোরণের ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। গতকাল শনিবারও ইউক্রেনের কিয়েভ এবং পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ইউক্রেনের বেশিরভাগ শহরেই বেজে ওঠে বিমান হামলার সাইরেন।

কৃষ্ণ সাগরে নিজেদের ফ্লাগশিপ জাহাজ ইউক্রেনীয় বাহিনীর হামলায় ডুবে যাওয়ার পরপরই কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। বিশাল যুদ্ধ জাহাজ ধ্বংসের প্রতিশোধ নিতেই রাশিয়া বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img