ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে মৃত্যু ১২৩

ফিলিপাইনে ঘূর্ণিঝড় মেগির প্রভাবে মৃতের সংখ্যা বেড়েই চলছে। বছরের প্রথম আঘাত হানা ঝড়ে এখন পর্যন্ত মারা গেছেন ১২৩ জন। বৃহস্পতিবার খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির সরকার জানিয়েছে, পাহাড়ি প্রদেশ লেইতে প্রবল বর্ষণে ভূমিধসে ৮৬ জনের মতো হতাহত হয়েছেন। এছাড়া একাধিক জায়গায় অতি বৃষ্টিতে এবং ঝড়ে আরও অনেকে মারা গেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ। মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। আকস্মিক বন্যায় আটকে পড়া লোকজন উদ্ধারে রাবারের নৌকা ব্যবহার করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে বহু গাছপালা। রাস্তা ঘাট কর্দমাক্ত হয়ে চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

গত রবিবার আঘাত হানে ফিলিপাইনে। এতে ১ লাখ ৬২ হাজার বাস্তুচ্যুত বাসিন্দা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বের ক্যাটাগরি ৫ মাত্রার টাইফুন আঘাত হানে দেশটিতে। সেই সময় প্রায় ৪ শতাধিক মানুষ প্রাণ হারান। আহত হন প্রায় ১৪ হাজার। আর ২০১৩ সালে টাইফুন হাইয়ানের প্রভাবে ৬ হাজার তিনশ জনের মৃত্যু হয়।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img