দক্ষিণ আফ্রিকা সফরে এবারই সবচেয়ে ভালো সময় কেটেছে বাংলাদেশ দলের। প্রথমবারের মতো প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে সিরিজ (২-১) জিতে ইতিহাস গড়ছে। নিয়মিত ক্রিকেটাররা না থাকায় ভালো করার সুযোগ ছিল টেস্ট সিরিজেও। কিন্তু ব্যাটারদের দায়িত্বহীনতায় দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। সবমিলিয়ে মিশ্র অভিজ্ঞতা নিয়ে তিন ভাগে দেশে ফিরছেন মুমিনুল-মুশফিকরা।
এক মাসের লম্বা সফর শেষে বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে তিনটি ফ্লাইটে বাংলাদেশ দল ঢাকা ফিরবে। মূলত একই ফ্লাইটে টিকিট না পাওয়াতেই পৃথকভাবে আসতে হচ্ছে।
বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে বাংলাদেশের দলের প্রথম বহরটি দেশে ফিরবে। দ্বিতীয় বহরটি ঢাকার মাটিতে নামবে বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে। তৃতীয় ও শেষ বহরের ফ্লাইটটি একই দিন বিকাল পৌনে ৫টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে।
ক্রিকেটার, নির্বাচকরা তিন ধাপে দেশে ফিরলেও কোচিং স্টাফরা ছুটি কাটাবেন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় থেকে যাচ্ছেন। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ছুটি কাটিয়ে আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজের আগে ফিরবেন। আর দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ শ্রীলঙ্কায় যাবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তিনি ঢাকার ফিরবেন মে মাসে।
ইউআর/