পুলিশের উপস্থিতিতে ‘হত্যা’, ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

শেরপুরের শ্রীবরদী উপজেলার প‌শ্চিম হালুয়াহা‌টি এলাকায় গত ২৩ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের উপস্থিতিতে ধারালো অস্ত্রের আঘাতে শেখবর আলী না‌মে এক দিনমজুরকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়।

জানা যায়, শনিবার (৯ এপ্রিল) সিরাজুল নামে এক ফেসবুক আইডি থেকে ওই ঘটনার ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তাসহ তিন জন পুলিশ সদস্য ও প্রায় অর্ধশত মানুষের উপস্থিতিতে কয়েকজন নারী-পুরুষ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শেখবর আলীর ওপর হামলা চালায়। আঘাতে মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এ ঘটনায় শেখবরের ছোটভাই মাহফুজ বাদী হয়ে ২৪ মার্চ ৩৯ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ছয় জনকে গ্রেফতার করেছে। এছাড়া হত্যাকাণ্ডের সময় উপস্থিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে বলে জানান শ্রীবরদী থানার ওসি বিল্পব কুমার বিশ্বাস।

এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন সমালোচনার মুখে পড়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img