আর্থিক সমস্যায় ঢাকায় আসা অনিশ্চিত ভ্যালেন্সিয়ার

মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার ঢাকায় আসার কথা ছিল আজ (১০ এপ্রিল) রাতে। কিন্তু মালদ্বীপ লিগে তৃতীয় স্থানে থাকা দলটি ঢাকাগামী বিমান ধরেনি। আর্থিক সমস্যার কারণে দলটি ঢাকায় আসতে পারছে না! বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে এমন তথ্য জানা গেছে।

আগামী ১২ এপ্রিল এএফসি কাপে প্রিলিমিনারি রাউন্ডে আবাহনী লিমিটেডের মুখোমুখি হওয়ার কথা ভ্যালেন্সিয়ার। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটির জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আকাশি-নীল জার্সিধারীরা ভেন্যুতে আগে থেকে অনুশীলন করে যাচ্ছে। কিন্তু ভ্যালেন্সিয়ার আসা অনিশ্চিত হয়ে পড়ায় ম্যাচটি না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা আনঅফিশিয়ালি জানতে পেরেছি মালদ্বীপের দলটি আর্থিক সমস্যার কারণে আসতে পারছে না। তবে কাল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। সবশেষ পরিস্থিতি নিয়ে এএফসি কাল অফিসিয়ালি মন্তব্য করবে।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img