৩ দশকের মধ্যে কঠিন পরিস্থিতিতে রাশিয়া

রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তিন দশকের মধ্যে কঠিনতম পরিস্থিতি মোকাবিলা করছে রাশিয়া। কিন্তু বৈশ্বিক অর্থনীতি থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার উদ্যোগ ব্যর্থ হবে। বৃহস্পতিবার তিনি এসব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রাশিয়ায় আক্রমণের ঘটনায় যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা মস্কোর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। এসব নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক অর্থনীতি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। শীর্ষ রুশ ব্যাংকগুলো সুইফট ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করতে পারছে না। কয়েকটি ক্রেতা দেশ রুশ তেল কিনতে অনাগ্রহ প্রকাশ করছে। এতে মস্কোর অর্থনীতির ওপর চাপ বাড়ছে।

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমাতে মিশুস্তিন বলেন, কোনও সন্দেহ নেই, বর্তমান পরিস্থিতি তিন দশকের মধ্যে রাশিয়ার জন্য কঠিনতম। শীতল যুদ্ধের অন্ধকার সময়েও এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

বিদেশি কোম্পানির রাশিয়া ত্যাগের বিষয়ে রুশ প্রধানমন্ত্রী বলেন, আপনাদের যদি যেতেই হয় তাহলে উৎপাদন অব্যাহত ও কর্মসংস্থান বজায় থাকতে হবে। আমাদের নাগরিকরা সেখানে কাজ করে।

তিনি আরও বলেন, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা পুরো অর্থনীতির প্রাণ শক্তি টিকে আছে। শেয়ার বাজার ও রুবল স্থিতিশীল হচ্ছে। আমার সন্দেহ আছে, অন্য কোনও দেশ হলে টিকে থাকতে পারত কিনা। আমরা পেরেছি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img