পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুভেচ্ছা বার্তায় চীনের উইঘুর এবং বার্মার রোহিঙ্গাদের কথা স্মরণ করেন তিনি। একইসঙ্গে দুনিয়াজুড়ে অন্যান্য মুসলিম সম্প্রদায়সহ মানবাধিকারের জন্য আওয়াজ তোলার অঙ্গীকার করেন তিনি।
জো বাইডেন বলেন, জিল (ফার্স্ট লেডি) এবং আমি রমজানের শুরুতে যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের শুভেচ্ছা জানাই। আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য একটি সমৃদ্ধ মাস কামনা করি। রমজান কারিম!
তিনি বলেন, দুনিয়াজুড়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। চীনের উইঘুর, বার্মার রোহিঙ্গা এবং সারা বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায়সহ মানবাধিকারের জন্য কথা বলবে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, পবিত্র কোরআনের শিক্ষা হচ্ছে, কেউ সামান্য একটি ভালো কাজ করলেও সে তার ফল পাবে।
ইউআর/