ইউক্রেনে যুদ্ধ মধ্যেই দেশটির রাজধানী কিয়েভ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোম থেকে পার্শ্ববর্তী দেশ মাল্টায় সফরের সময় তিনি বলেন, কিয়েভ সফরের বিষয়টি ‘আলোচনার টেবিলে রয়েছে’।
ইউক্রেনের রাজনৈতিক এবং ধর্মীয় কর্তৃপক্ষের দিক থেকে আমান্ত্রণ জানানোর পরপরই এমন মন্তব্য এসেছে পোপ ফ্রান্সিসের পক্ষ থেকে।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে শুরু হওয়া রুশ অভিযানের পর এই প্রথম ইউক্রেন ভ্রমণের আভাস দিলেন তিনি। চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধি দল আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তুরস্কের মধ্যস্থতায় উভয়পক্ষের বৈঠক হলেও উল্লেখযোগ্য ফলাফল আসেনি।
ইউআর/