ফের টানা তৃতীয় দিনের মতো করোনাতে মৃত্যুহীন দিন পার করলো বাংলাদেশ। আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত ও শনাক্তের হার।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১ এপ্রিল সকাল ৮টা থেকে ২ এপ্রিল সকাল ৮টা) করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এর আগের দুই দিন (১ এপ্রিল এবং ৩১ মার্চ) করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৬ জন। আগের দিন (১ এপ্রিল) ৮১ জন শনাক্ত হওয়ার খবর দিয়েছিল অধিদফতর। সেই সঙ্গে শনাক্তের হার ছিল এক দশমিক শূন্য ৯ শতাংশ, যা গত ২৪ ঘণ্টায় শূন্য দশমিক ৮৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ৫৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৭১৪ জন। আর এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ১২২ জন।
করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭১৭ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮২ হাজার ৯১৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ছয় হাজার ৩৫০টি আর নমুনা পরীক্ষা হয়েছে ছয় হাজার ৩৬৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৭৮৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৭৮ হাজার ৭৯৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৫৮ হাজার ৯৯২টি। দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।
ইউআর/