বিটিআরসির বেতার তরঙ্গ নিলামের প্রথম পর্বে প্রায় দশ হাজার কোটি টাকার বেতার তরঙ্গ বিক্রি হয়েছে। প্রথম পর্বে গ্রামীণ ফোন ও রবি ২৬০০ মেগাহার্টজ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ করে ১২০ মেগাহার্টজ, ২৩০০ মেগাহার্টজে বাংলালিংক ৪০ মেগাহার্টজ এবং টেলিটক ৩০ মেগাহার্টজ পরিমাণ বেতার তরঙ্গ কিনেছে।
প্রথম দফায় ১ হাজার ৬৮০ কোটি টাকা দিয়ে ২৩০০ ব্যান্ডে ৩০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনে নেয় টেলিটক।
দ্বিতীয় দফায় ৩ হাজার ৩৬০ কোটি টাকা দিয়ে ২৬০০ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনে নেয় রবি। এরপরই গ্রামীণফোন একই ব্যান্ডে একই মূল্যে ৬০ মেগাহার্টজ বেতার তরঙ্গ নেয়। এরপর ২৩০০ মেগাহার্টজ ব্যান্ডে ২ হাজার ২৪১ কোটি টাকায় বাংলালিংক ৪০ মেগাহার্টজ পরিমাণ বেতার তরঙ্গ নেয়।
এর আগে বৃহস্পতিবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মোবাইল অপারেটরদের জন্য তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম শুরু হয়।