জয়ের জন্যই খেলবে বাংলাদেশ, জানালেন মুমিনুল

দক্ষিণ আফ্রিকায় এবারের সফরে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। ২০ বছর পর আফ্রিকায় তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ডারবানে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ওয়ানডে সিরিজের মতো টেস্ট সিরিজেও জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে বুধবার বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে হলে পেস বোলাররা খুবই গুরুত্বপূর্ণ। পেসাররা যদি ভালো জায়গায় বল করে, তাহলে আমরা ভালো করতে পারব। ওদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ।

মুমিনুল আরও বলেন, সবাই জানেন এখানকার উইকেট পেসবান্ধব। এখানে রান করা সম্ভব। কন্ডিশন অনুযায়ী রান করতে হবে। আমি তো সবসময় বলি যে জেতার জন্যই খেলি। এই সিরিজেও আমরা জেতার জন্যই খেলব। ৫ দিন ভালোভাবে দাপট ধরে রাখলে ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।

আইপিএলে ব্যস্ত থাকায় দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নেই মূল তারকারা। বাংলাদেশ দলের জন্য তাই জয়ের সুযোগ থাকছে। এ ব্যাপারে মুমিনুল বলেন, অভিজ্ঞতায় হয়তো একটু এগিয়ে থাকব। কিন্তু সুবিধা ওরাও পাবে। ওরা ঘরের মাঠে খেলছে।

ওয়ানডে সিরিজ জয় বাড়তি আত্মবিশ্বাস দেবে জানিয়ে মুমিনুল বলেন, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসে ওয়ানডেতে জয় পাওয়ায় আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্যই আমরা এগিয়ে থাকব। আমরা নিউজিল্যান্ডে যেভাবে খেলেছি সেই প্রক্রিয়াগুলো ধরে রাখতে পারলে আশা করি ভালো কিছু হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img