গণমাধ্যমকর্মীদের সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন-২০২২ এর ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচন ঘিরে জাতীয় প্রেসক্লাব চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নির্বাচনি আমেজ।
এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭১ জন প্রার্থী।
ডিইউজে নির্বাচনে তিনটি ঘোষিত পরিষদ এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ, কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদে মোট ৬১ জন প্রার্থী ভোটে লড়ছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।
এদিকে ভোট ঘিরে জাতীয় প্রেসক্লাবে উৎসবের আমেজ বিরাজ করছে। যোগ্য প্রার্থীরাই নেতৃত্বে আসবে, ভোটাররা এমনটিই মনে করছেন। এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৯৬৪ জন। করোনাকালীন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে।
এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বয়স্ক, নারী ও অসুস্থ ভোটাররা ভোটদানে অগ্রাধিকার পাবেন।
সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে ৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এবারের ডিইউজে নির্বাচন পরিচালনা করবে।
ইউআর/