আন্দরকিল্লা রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে করোনাকালীন মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ১২ টায় আন্দরকিল্লাস্থ মুসলিম এডুকেশন সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
রাসেল স্মৃতি সংসদের সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাবেদুল আলম সুমনের সভাপতিত্বে এবং রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ওয়াহেদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১নং জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বাদল মিত্র, সুজিত দাশ, মোহাম্মদ ইব্রাহিম, ইফতেখারুল হক শিবলু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মিথুন মল্লিক, আনিস আহমেদ মণি, আবু তাহের, সৈকত দাশ, তারন দাশ, ইসমাইল আজাদ, হারুনর রশিদ সানি, পৌলম দেব বুবুন, কাজী রবিউল ইসলাম ফাহাদ, নওশাদুর রহমান, মোহাম্মদ হীরা, রবিন দে, শান্ত কর্মকার, দিপ্ত বিশ্বাস প্রমুখ।