রাজধানীর শেওড়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুল (৪০) নামে এক দন্তচিকিৎসক নিহত হয়েছেন। তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে রোগীদের কাছে পরিচিত।
শেওড়াপাড়ার মেট্রোরেল স্টেশন এলাকায় রোববার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ওসি মোস্তাফিজ টেলিফোনে বলেন, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুলবুল নিহত হয়েছেন। নোয়াখালী যাওয়ার উদ্দেশে ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হয়েছিলেন বুলবুল। তিনি তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কিনা, সেটি এখনও জানতে পারিনি।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, বুলবুল আহমেদের ঊরুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে ১২ হাজার টাকা ও মোবাইল ছিল; তবে ঘাতক কিছুই নেয়নি।
বুলবুলকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। তবে তার আগেই রক্তক্ষরণে বুলবুল মারা যান।
এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মগবাজারে রঙপুর ডেন্টাল নামে বুলবুলের একটি চেম্বার ছিল। সেখানে বহু গরিব রোগী স্বল্প খরচে চিকিৎসা পেয়ে আসছিলেন।
ইউআর/