রাশিয়ানদের শক্তভাবে আঘাত করেছে ইউক্রেন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সেনাদের শক্তভাবে ও শক্তিশালী আঘাত করেছে ইউক্রেন।

ইউক্রেনের স্থানীয় সময় শুক্রবার রাতে এমন দাবি করেন জেলেনস্কি।

রাশিয়ানদের উপযুক্ত জবাব দেওয়ায় তিনি নিজ দেশের সেনাদের ধন্যবাদ জানান।
জেলেনস্কি বলেন, গত কয়েক সপ্তাহে আমাদের বীর সেনারা শত্রুদের ওপর শক্তিশালী আঘাত হেনেছে। অনেক ক্ষতি হয়েছে। আমি আমাদের রক্ষীদের কাছে কৃতজ্ঞ, যারা দখলদারদের দেখিয়েছে সমুদ্র তাদের জন্য শান্ত থাকবে না যদিও সেখানে কোনো ঝড় নেই।  কারণ সেখানে থাকবে আগুন।

জেলেনস্কি দাবি করেছেন এখন পর্যন্ত ১৬ হাজার রাশিয়ান সেনা মারা গেছেন।
এ ব্যাপারে জেলেনস্কি বলেন, আমাদের সেনারা প্রতিরোধ গড়ে রাশিয়ান নেতাদের বোঝাচ্ছে জরুরীভাবে অর্থপূর্ণ আলোচনা জরুরী। ১৬ হাজার রুশ সেনা ইতিমধ্যে মারা গেছে। কিসের জন্য? এ মৃত্যু কাদের কি দিচ্ছে?

জেলেনস্কি আরও জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যে কোনো আলোচনা করার আগে তাদের ভুখন্ডের অখন্ডতার বিষয়টি নিশ্চিত রাখতে হবে। এ ব্যাপারে তারা কোনো আপস করবেন না।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img