দুই সন্তানের মুখে স্কচটেপ পেঁচিয়ে মাকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগের একটি বাসায় দুই শিশুসন্তানের মুখ বেঁধে রেখে তাদের মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা ৬টায় পুলিশ সবুজবাগের বেগুনবাড়ী মাস্টার গলি এলাকার একটি চারতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশু।

সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম – মুক্তা আক্তার (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তার গ্রামের বাড়ি রংপুর। তার স্বামী ফরিদপুরে চাকরি করেন, তিনি সেখানেই থাকেন। মুক্তা দুই সন্তান নিয়ে ঢাকায় সবুজবাগে থাকতেন। তার বড় সন্তানের বয়স পাঁচ বছর। ছোট সন্তানের বয়স দেড় বছর।

ঘটনার বিষয়ে সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) আজগর আলী বলেন, ধারণা করছি দুপুরের পর কোনো এক সময় দুর্বৃত্তরা এসে মুক্তাকে কুপিয়ে হত্যা করে রেখে গেছে। নিহতের পিঠে ও গলায় জখমের দাগ রয়েছে।মুক্তার দুই সন্তান যেন চিৎকার করতে না পারে সেজন্য তাদের মুখ বেঁধে রেখে গিয়েছিল তারা। আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img