যুবক মাসুদকে পিটিয়ে মারলেন রিকশাচালক

কথা কাটাকাটির জেরে লাঠি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছেন এক রিকশাচালক।

রাজধানীর শাহবাগে শনিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুদ (৪০)। তাকে পিটিয়ে মারা সেই রিকশাচালকের নাম রাসেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ওসি (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন,  সকালে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশের রাস্তায় দুই ব্যক্তির মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে মাসুদ নামের  ব্যক্তিকে হত্যা করেন রাসেল নামের এক রিকশাচালক।  রাসেল আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে মামলা হবে।

তিনি বলেন, নিহত মাসুদ মাদকাসক্ত ছিলেন। আটক রিকশাচালক রাসেলের সঙ্গে কথা বলে তাকেও মাদকাসক্ত মনে হচ্ছে।

জানা গেছে, মাসুদের আঙুলের ছাপ মিলিয়ে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজ থেকে তার বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img