কয়েকদিন ধরে বন্দি থাকা ইউক্রেনের একজন কর্মকর্তা এবং একজন সাংবাদিককে মুক্তি দিয়েছে রুশ বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
স্থানীয় একজন রাজনীতিকের বরাত দিয়ে নিউজ আউটলেট ইউক্রিনফর্ম জানিয়েছে, সুমি অঞ্চলের স্থানীয় কর্মকর্তা সের্হি কিরিচকোকে এক সপ্তাহ বেসমেন্টে আটক রাখার পর মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হয়েছে।
৯ দিন বন্দি রাখার পর সোমবার ইউক্রেনের হরমাদস্কে চ্যানেলের সাংবাদিক ভিক্টোরিয়া রোশচিনাকে মুক্তি দেওয়া হয়েছে। হরমাদস্কে চ্যানেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইউআর/