করোনায় মারা গেলেন আরেক ফ্রান্স প্রবাসী বাংলাদেশি

ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি জসিমউদ্দীন ফারুক ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিলেটের সুনামগঞ্চ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিলেন।

মার্চ মাসের শুরুতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর এক মাসের বেশি সময় ধরে হাসপাতালের আইসিইউতে ছিলেন। ২৯ এপ্রিল সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। জসিমউদ্দীন ফারুকের পরিবার বাংলাদেশে বসাবাস করেন।

বৃহত্তর প্যারিসে তিনদিন আগে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু হয়। কয়েকদিনের মধ্যে দুইজন প্রবাসীর মৃত্যুতে প্যারিসের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

ফ্রান্সে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ চলছে। ২০শে মার্চ থেকে ৩য় দফায় লকডাউন চলমান থাকলেও সংক্রমণ এবং মৃত্যুর হার উর্ধ্বমুখী রয়েছে। ফ্রান্সে এখন প্রতিদিন গড়ে বিশ থেকে ত্রিশ হাজার জনের করোনা সংক্রমণ হচ্ছে এবং প্রাণ হারাচ্ছে দুইশো থেকে তিনশো জন। ভ্যাকসিন কার্যক্রমে গতি বাড়িয়ে ফ্রান্স সরকার করোনাভাইরাস নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img