মিয়ানমারে রাষ্ট্রীয় মদদে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় রোহিঙ্গাদের ওপর বছরের পর বছর ধরে চালানো দমন-পীড়নকে গণহত্যা বলে ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
বাইডেন প্রশাসন রোববার এ কথা জানিয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের হোলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে এ ঘোষণা দিতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। খবর আরব নিউজের।
২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনী এবং উগ্রবাদী বৌদ্ধরা হামলা, ধর্ষণ ও হত্যাকাণ্ড চালায়। এ ঘটনায় প্রতিবেশী দেশ বাংলাদেশে এসে আশ্রয় নেয় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা।
হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মামলা করা হয়েছে।
কিন্তু মিয়ানমারের সেনা শাসিত সরকার বরাবরই গণহত্যার এ অভিযোগ অস্বীকার করে আসছে।
মানবাধিকার সংস্থা ও মার্কিন এমপিরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উভয় প্রশাসনের কাছেই রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়নকে গণহত্যা বলে ঘোষণার দাবি করে আসছিলেন। কিন্তু কূটনৈতিক কারণে এত দিন এ ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র।
ইউআর/