কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার আর নেই। শুক্রবার (২৯ অক্টোবর) বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
জানা যায়, শুক্রবার জিমে ওয়ার্কআউট করার সময় হার্ট অ্যাটাক হয় পুনিতের। বেলা সাড়ে ১১টার দিকে বুকে ব্যথা নিয়ে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি হন তিনি। যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, তখনই তার শারীরিক অবস্থা খারাপ ছিল। ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হলেও শেষ রক্ষা হয়নি।
এদিকে পুনিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। চিরঞ্জীবী, লক্ষ্মী মঞ্চু, মহেশ বাবু, সুধীর বাবু, দুলকার সালমান, পূজা হেগড়ে, সনু সোদের মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, পুনিত রাজকুমার কন্নড় সিনেমার বরেণ্য অভিনেতা রাজকুমারের পুত্র। মাত্র ছয় মাস বয়সে প্রথম বড় পর্দায় পা রাখেন পুনিত। এরপর শিশুশিল্পী হিসেবে অনেক সিনেমায় অভিনয় করেন তিনি। শিশুশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এই অভিনেতা।
২০০২ সালে ‘আপু’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন পুনিত। তারপর অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দেন তিনি। কন্নড় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অন্যতম এই অভিনেতার উল্লেখযোগ্য চরচ্চিত্র হলো ‘অভি’, ‘ভীরা কানাড়িগা’, ‘আকাশ’, ‘অজয়’, ‘অঞ্জনি পুত্রা’ প্রমুখ।