প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের সব নাগরিক করোনার টিকা পাবে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার ত্রাণ তহবিলে কম্বল গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
শীতকাল হওয়ায় বিশ্বের বিভিন্ন দেখে আবারও করোনার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তাই আসন্ন শীতে বাংলাদেশে যেন করোনার প্রাদুর্ভাব দেখা না দেয়, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকসহ দেশের ৩৭টি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডারে ২৬ লাখ ৪৫ হাজার কম্বল দেওয়া হয়। এ সময় বাণিজ্য প্রসার ও নতুন বাজার তৈরি করতে তৃণমূল পর্যায়ের মানুষের ভাগ্যোন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।