চলন্ত ট্রেনে ট্রাকের ধাক্কা

পাবনার ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচরগামী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ সময় ইঞ্জিন বিকল হয়ে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় পাবনা-ঢাকা মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ট্রেনটি সরিয়ে পাবনা স্টেশনে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এ সময় পাবনা-ঢাকা মহাসড়কে অন্তত ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হওয়ায় রাস্তার দু’পাশে যানজট তৈরি হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করে। ট্রেনটি সরানোর পর যান চলাচল শুরু হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img