চট্টগ্রামে ইরানি কোচের তত্ত্বাবধানে শুরু স্কোয়াশ প্রশিক্ষণ

এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম ক্লাবে প্রথমবারের মতো বিদেশি কোচের তত্ত্বাবধানে শুরু হলো ‘সিসিএল-স্কোয়াশ ট্রেনিং ক্যাম্প’। ইরানি কোচ গোলামনিজাদ জাবিদ মহসিনের তত্ত্বাবধানে সপ্তাহজুড়ে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হবে নিবন্ধিত খেলোয়াড়দের।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম ক্লাবের স্কোয়াশ কোর্টে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাজ্জাদ আরেফিন আলম।

তিনি বলেন, কর্মসংস্থান, সামাজিক ও ক্রীড়া ক্ষেত্রে এসএ গ্রুপ অবদান রাখার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় স্কোয়াশের উন্নয়নে বিদেশি কোচ আনা। স্কোয়াশ আমি নিজে খেলি। জেলা পর্যায়ে এ খেলা শুরু করতে চাই। প্লেয়ার সিলেক্ট করতে চাই। দেশের জন্য সম্মান আনতে চাই। ইতোমধ্যে বিকেএসপির স্কোয়াশ বিভাগের ছয় শিক্ষার্থীসহ আগ্রহী ২৪ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন। উদ্যোক্তাদের আশা এ সংখ্যা দ্রুত ৩০ জনে উন্নীত হবে।

সংবাদ সম্মেলনে ইরানি কোচ গোলামনিজাদ জাবিদ মহসিনকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম। তিনি বলেন, খেলাধুলা জাতি গঠনে, জাতির সম্মান ও গৌরব বাড়াতে সবচেয়ে বড় মাধ্যম। একজন ভালো খেলোয়াড় দেশের মুখ উজ্জ্বল করে। আর তাই স্কোয়াশ নিয়ে আমরা কাজ করতে চাই।

জি এম কামরুল ইসলাম আরও বলেন, দেশে স্কোয়াশ খুব ভালো অবস্থায় নেই। এক বছর আগে মাইনাসে ছিলাম। আমরা আর নিচে যেতে চাই না। এগিয়ে যাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ভালো খেলোয়াড়, প্রশিক্ষণ ও দক্ষ জনশক্তি তৈরির জন্য বিদেশি কোচ এনেছি। আপনারা জানেন, স্কোয়াশ বিশ্বে ক্রীড়া অর্থনীতির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে। কোচ গোলামনিজাদ জাবিদ মহসিন বলেন, আমি চট্টগ্রামে এসে অভিভূত। প্রশিক্ষণে আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।

এই প্রশিক্ষণ ক্যাম্পের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে এসএ গ্রুপ। এ ছাড়া স্কোয়াশ প্রশিক্ষণের বেভারেজ পার্টনার হিসেবে থাকছে এসএ গ্রুপের ‘মুসকান ড্রিংকিং ওয়াটার’।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img