গুণীজনদের জীবনালেখ্য প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: ফজলে করিম

চট্টগ্রামের বরেণ্য শিক্ষাবিদ মৌলভী হাফিজুর রহমান বিএবিটি’র কর্ম ও কীর্তির আলোকে সম্পাদিত স্মারকগ্রন্থ দিব্যলোকের মহাযাত্রী’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, গুণীজনবিহীন সমাজে হাফিজ মিয়ার মতো গুণীজনদের জীবনালেখ্য প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।

তবেই সুস্থ সমাজ বিনির্মাণ হবে এবং সমাজ আলোকিত হবে। রাউজানের মোহাম্মদপুর এলাকায় মরহুম হাফিজুর রহমান বিএবিটি’র স্মৃতি রক্ষায় একটি তোরণ নির্মাণের ঘোষণা দেন তিনি।

সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশনা উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক খোরশেদুল আলম শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, রাউজান পৌরসভা মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, রাউজান থানা আওয়ামী লীগ সিনিয়র সভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। সূচনা বক্তব্য দেন গ্রন্থের সম্পাদক মোহাম্মদ হুমায়ূন করিম চৌধুরী।

মরহুমের পুত্র অসুস্থ মুসলেহ উদ্দিন মুহম্মদ বদরুলের লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক আল রাহমান।

অন্যদের মধ্যো উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, লায়ন সাহাব উদ্দিন আরিফ, আবদুর রহমান চৌধুরী লালু, সরোয়ার্দী সিকদার, ভূপেশ বড়ুয়া, নুরুল আবচার বাশি, আব্দুল জব্বার সোহেল, তসলিম উদ্দিন চৌধুরী, রোকন উদ্দিন ও প্রিয়তোষ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, প্রেস ক্লাব সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি জাহেদুল আলম, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাফফর সালাম মুবিন, সাবেক মেম্বার মফিজ মিয়া প্রমুখ।

আগামী ৩০ অক্টোবর বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img