চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের শরীরে। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৩১৬ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে নগরের ৭২১ জন এবং ৫৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ১৩৬ জনের। এরমধ্যে নগরের ৭৩ হাজার ৯১৫ জন এবং ২৮ হাজার ২২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত ০.৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪ জন। মারা যাওয়া ব্যক্তি নগরের বাসিন্দা।
উপজেলাগুলোর মধ্যে- পটিয়ায় ১, রাঙ্গুনিয়াতে ১ ও রাউজানে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।