নামিদামি ব্র্যান্ড প্যারাসুটের আদলে প্যারামুট নামের নারিকেল তেল নকল পণ্য তৈরীর কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা সূত্র মতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি কারখানায় নামিদামি ব্র্যান্ড প্যারাসুট নারিকেল তেলের আদলে নকল প্যারামুট নারিকেল তেলের পণ্য উৎপাদন করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে।
এসময় দ্রুত অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের আমানবাজার এলাকায় পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)এর প্রতিনিধিসহ ভেজাল পণ্য (প্যারাসুট নারিকেল তেল এর অনুরূপ প্যারামুট নামক ভেজাল নারিকেল তেল) সংরক্ষণ ও বিপননের জন্য শামসুন নহার নামক একজন পাইকারকে বিএসটিআই আইন- ২০১৮ এর ২৭(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উক্ত অভিযান পরিচালনা সময় তিন কাটুন নকল পণ্য প্যারামুট নারিকেল তেল জব্দ করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম জানান, নামিদামি ব্র্যান্ডের আদলে নকল পণ্য উৎপাদনের অপরাধে এক পাইকারী বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।এছাড়াও বিএসটিআইয়ের প্রতিনিধিকে পণ্যসমূহ যাছাই করে উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়।