চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন শারদীয় দূর্গাৎসবের বিজয়া দশমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা তাঁরা বলেছেন, বাংলাদেশের মানুষ ঐতিহ্যগত ভাবে অসাম্প্রদায়িক ও ধর্মভীরু এবং আন্তঃধর্মীয় বন্ধনে আবদ্ধ। তবে মহল বিশেষ যারা গণবিচ্ছিন্ন ও জনগণের মুখোমুখি আসতে ভয় পায়। তারা হীন স্বার্থে ধর্মীয় সম্প্রীতির বন্ধনকে আঘাতগ্রস্থ করতে তৎপর।
প্রত্যেক ধর্মভীরু মানুষ নিজের ধর্ম বিশ্বাসে অনুগত ঠিক একইভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই সংগত কারণে ধর্মান্ধরা গণশত্রু। এদের প্রতিহত ও নির্মূল করাটা ধর্ম-মত-বর্ণ নির্বিশেষে সকলের নৈতিক, মানবিক ও ধর্মীয় দায়িত্ব।