নালায় নিখোঁজ সালেহ আহমেদের ছেলেকে চাকরি দিলো চসিক

নালায় পড়ে নিখোঁজ ব্যবসায়ী সালেহ আহমেদের ছেলে সাদেকুল্লাহ মহিমকে চাকরি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (১২ অক্টোবর) নিজ কার্যালয়ে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম তাকে নিয়োগপত্র তুলে দেন।

চাকরি পেয়ে সাদেকুল্লাহ মহিম বলেন, মেয়রের কাছে আমার পুরো পরিবার কৃতজ্ঞ। তিনি দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। বাবাকে হারিয়ে যখন আমরা নিঃস্ব হয়ে পড়েছিলাম, তখন মেয়র আমাদের বাসায় গিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

জানা গেছে, সিটি করপোরেশন পরিচালিত সিএনজি ফিলিং স্টেশনে চাকরি হয়েছে সাদেকুল্লাহর। প্রকৌশল বিভাগের অধীনে ১ নভেম্বর থেকে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

গত ২৫ আগস্ট নালায় পড়ে নিখোঁজ হন চকবাজারের সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকদিন অভিযান পরিচালনা করেও তাকে উদ্ধার করতে সক্ষম হননি। একপর্যায়ে তারা উদ্ধার অভিযান সমাপ্ত করে দেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img