গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে ১ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ দিন নতুন আক্রান্ত হওয়া ২৯ জনের মধ্যে ১৬ জন নগর এলাকার এবং ১৩ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণ করা একজন উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের হার কিছু নিম্নগামী হলেও এখন শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা।
ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান বলেন, চলাচলে বিধিনিষেধ তুলে দেয়া মানে এই নয় যে করোনা সংক্রমণ কমে গেছে, করোনা আর হবে না। নিজেকে এবং পরিবার সুস্থ রাখতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।