চট্টগ্রামের আনোয়ারায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার ইছামতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুম আনোয়ারা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র। নিহতের বাবার নাম মোঃ ইউসুফ।
বিষয়টি নিশ্চিত করছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার।
মাসুমের বাবা ইউসুফ জানায়, শনিবার রাত পৌণে ১১টার দিকে উপজেলা সদর থেকে মাসুমের বন্ধু দীপ্ত দত্তের সাথে মোটরসাইকেলের পেছনে বসে ইছামতি এলাকার দিকে যান মাসুম। পুলিশ রাত পৌণে ২টায় ইছামতি এলাকায় গিয়ে মাসুমের লাশ উদ্ধার করে। পরে পুলিশ বিষয়টি আমাদের জানায়।
সহকারী এসপি আনোয়ারা সার্কেল হুমায়ুন কবির বলেন,আমরা লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে। বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।