লালদিঘীতে ছিনতাই চক্রের তিন নারী সদস্য গ্রেপ্তার

নগরীর কোতোয়ালী থানার ছিনতাই চক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

গ্রেপ্তারকৃরা হলেন: পাপিয়া বেগম (৪১), রুমা আকতার (২৬) ও জোসনা বেগম (২৫)।

ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে লালদিঘীর উত্তর পাড় থেকে তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তরকৃতরা একটি সংঘবদ্ধ চক্র। তারা রাস্তা পারাপারে একই স্থানে মহিলাদের চারপাশে ঘিরে কৌশলে মহিলাদের কাছ থেকে মূল্যবান জিনিস, স্বর্ণের চেইন, মোবাইল ছিনাইয়া নেয়। টেরীবাজার, সিনেমা প্যালেস, আন্দরকিল্লাসহ নগরের বিভিন্ন স্থানে এই ধরনের অপরাধ সংঘটন করেছে। গ্রেপ্তার পাপিয়া বেগমের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি ও রুমা আকতারের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img