২০২২ সালের আগস্ট মাসের মধ্যে বাংলাদেশের ৮০ শতাংশ মানুষকে করোনার টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি একথা জানান।
হোয়াইট হাউজে দেয়া ভিডিওতে ধারণকৃত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে তিন কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। সামনে প্রতি মাসে দুই কোটি ডোজ করে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ভ্যাকসিন সার্বজনীন করতে উন্নয়নশীল দেশগুলোকে টিকা উৎপাদনের অনুমতি দেয়া জরুরি বলে মত দেন শেখ হাসিনা।
বৈঠকে উন্নয়নশীল দেশগুলোকে আরও ৫০ কোটি ডোজ টিকা দেয়ার অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মহামারি মোকাবেলায় প্রত্যেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।