মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা নজুমিয়া লেইন নিবাসী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে নগরীর বেসরকারী সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট।

মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) বাদে মাগরিব নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে করোনায় আক্রান্ত হয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধা ইতোমধ্যে ইন্তেকাল করেছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে বৈশ্বিক মহামারী করোনা থেকে বিশ্ববাসীকে রক্ষাকল্পে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া কামনা করা হয়। মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ঈমাম মাওলানা আলহাজ্ব ফজল আহমেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, কোতোয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, পাঁচলাইশ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, পাহাড়তলী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী জাফর আহামদ, সদরঘাট থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বাকলিয়া থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, খুলশী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ, চান্দগাঁও থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন, আকবর শাহ থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, হালিশহর থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলু, বীর মুক্তিযোদ্ধা জাগির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব ও সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img