উখিয়ায় দেশীয় অবৈধ অস্ত্রসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আব্দু শুক্কুর নামের এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ওয়ান শুটারসহ তিন রাউন্ড গুলি ও একটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আব্দু শুক্কুর কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা।

আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক নাইমুল হক জানান, সোমবার রাত ২টার দিকে
সহকারী পুলিশ সুপার জনাব এ,কে,এম এমরানুল হক মারুফ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব হরেন্দ্রনাথ সরকার (পিপিএম), এসআই (নিঃ)/১৪০৪৭ মোঃ আরিফুর রহমান, সঙ্গীয় ফোর্স, সেনাবাহিনী ও ৮ এপিবিএন, যৌথ অভিযানে শুক্কুরের বসতঘর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয় এবং শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং সুইস গিয়ার ছুরি, ১৪ এপিবিএন কর্তৃক জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরশেদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img