বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল, দুর্ভোগে নগরবাসী

বৃষ্টির পানিতে আরেকবার ডুবল চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা। এতে বন্দরনগরীর নিম্নাঞ্চলে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃষ্টিতে চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড,প্রবর্তক,চকবাজার, কাতালগন্জ,দুই নম্বর গেইট ও মুরাদপুরসহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে।

বর্ষণে নগরীর অনেক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে আছে। জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হতে পারছেন না অনেকে।

অফিসমুখী মানুষকে হাঁটু পানি পার হতে হয়েছে। জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটের।

চট্টগ্রামের পতেঙ্গা অবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চগ্যা বলেন, মৌসুমি বায়ু এখনও সক্রিয় থাকায় আজ সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img