হেফাজতের কমিটি ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’: নানক

হেফাজতে ইসলামের সদ্য ঘোষণা দেওয়া আহ্বায়ক কমিটিকে ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

সোমবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দাতে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ চিত্রকর্মের ‘শস্য কর্তন’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নানক বলেন, একেক করে যখন তাদের উইকেট পতন হচ্ছে, তখনই তারা কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এসব করে পার পাওয়া যাবে না। হেফাজতের যারা মাদ্রাসা ও মসজিদকে কলঙ্কিত করেছেন, পবিত্রতা রক্ষায় তাদের আর মাদ্রাসায় ঢুকতে দেওয়া যাবে না। তাদের আমরা সাফ জানিয়ে দিতে চাই, কোনো দুষ্কৃতিকারীকে আর সুযোগ দেওয়া যাবে না।

হেফাজতের এই নেতাদের মসজিদ মাদ্রাসায় ঢুকতে দেওয়া হবে না জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, হেফাজতের যারা মাদ্রাসাকে কলঙ্কিত করেছেন, বায়তুল মোকাররম মসজিদের পবিত্রতা নষ্ট করেছেন, তাদের আর মাদ্রাসায় ও মসজিতে প্রবেশ করতে দেওয়া হবে না।

দেশের লকডাউন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি সব হারিয়ে পাগলের প্রলাপ বকছেন। এই পাগলের প্রলাপ বাংলাদেশের মানুষ আর গ্রহণ করে না। দেশের জনগণ বিএনপিকে বার বার প্রত্যাখ্যান করেছে। আর এ জন্যই বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে, ধংসে মত্ত চালিয়েছে। বিএনপি জামায়াত আর হেফাজত একেক সময় একেক রু নেয়। আর এটা বাবুনগরী-মামুনুল হকের নতুন লেবাসেই প্রকাশ পেয়েছে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এদেশের ধর্ম ব্যবসায়ী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তিকে আদর্শিক চিন্তা চেতনার মধ্যে দিয়ে মোকাবিলা করব। এসব ধর্ম ব্যবসায়ী, অশুভশক্তি, যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারাই আজকে দেশকে সাম্প্রদায়িকতার মূলে, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, তরুণ সমাজকে বিপদগ্রস্ত করছে। ধর্মকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বাধাগ্রস্ত করছে।

‘তারা কখনও বিএনপি, কখনও জামায়াত, কখনও শিবির আবার এখন হেফাজতে ইসলামের নামে ফায়দা লোটার চেষ্টা করছে। ধর্মকে ব্যবহার করে এই হেফাজতিরা বিরাজনীতিকরণের মাধ্যমে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছে।’

হেফাজতকে প্রতিহত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই ধর্ম ব্যবসায়ীরা করোনাভাইরাসের চেয়ে ভয়ঙ্কর। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করি।

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ জাতীয় পরিষদের আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শ্যামল, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ, সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগিবুল হাসান রিপুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img