শিক্ষার্থীদের শতভাগ টিকার আওতায় আনতে স্বাস্থ্য অধিদফতরের কাছে ৪৮ হাজার টিকা চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, আমরাও চাই দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে। তবে এর আগে আমাদের শতভাগ টিকা নিশ্চিত করতে হবে।
এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশেরও কম শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। বাকিদের টিকা নিশ্চিত করতে চবি উপাচার্য শিক্ষামন্ত্রীর মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের কাছে ৪৮ হাজার টিকা চেয়েছেন।
টিকা এলে বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে শিক্ষার্থীদের শতভাগ টিকার আওতায় আনা হবে। টিকা নিশ্চিত হওয়ার পরেই অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।