নগরীর খুলশীতে পাহাড় কাটার দায়ে এ কে খান কোম্পানিসহ তিন ব্যক্তিকে ৭ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) জরিমানার তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
তিনি বলেন, চট্টগ্রামের খুলশী থানার ভিআইপি হাউজিং এলাকায় ৩৭০ বর্গফুট পাহাড় কাটার দায়ে এ কে খান কোম্পানিকে ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রামের ভিআইপি হাউজিং এলাকায় ১৭৭৬ বর্গফুট পাহাড় কাটার দায়ে সৈয়দ কুদরত-ই খোদাকে ৪ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দক্ষিণ পাহাড়তলী মৌজায় পাহাড় কাটার দায়ে শাহনাজ হায়দার চৌধুরীকে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আর খুলশী এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণের দায়ে মোহাম্মদ হোসেন হিরনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, তারা পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে আসছিলেন। আজ পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে এই জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আগামী সাতদিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।