ডেঙ্গু রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়ল

ডেঙ্গু জ্বরে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরও ২৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ হাসপাতালে ভর্তি রোগীসহ দেশে চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯১ জনে। এদের মধ্যে চলতি মাসে হাসপাতালে ১ হাজার ৭৩৫ জন ভর্তি হয়েছেন।

সোমাবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ২২০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৫৫ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রসঙ্গত, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৩৩ জন এবং রাজধানীর বাইরে ১৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img