বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থার নির্দেশ

বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিসভার সভার বৈঠক শেষে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ৮ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষা করতে হবে, এটি বেশ কয়েকটি দেশ থেকেই এরকম দিয়েছে, সেজন্য গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল এবং আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে, কুইকলি দু-একদিনের মধ্যে বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টে একটি টেস্টিং ফেসিলিটিজ করা।

এটা কবে থেকে চালু হবে-এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকেই ইন্সট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, যত কুইকলি পারে। কত ঘণ্টার মধ্যে রেজাল্ট পাওয়া যাবে-জানতে চাইলে তিনি বলেন, সিভিল এভিয়েশন বলছে, ৪ ঘণ্টার মধ্যে, কেউ বলছে ৬ ঘণ্টার মধ্যে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img