চট্টগ্রাম বিআরটিএতে অভিযানে ৩০ দালাল আটক

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিএরটিএ) চট্টগ্রাম কার্যালয় ঘিরে সংঘবদ্ধ দালাল সক্রিয়। অনেকটাই দালালদের নিয়ন্ত্রণে যাবতীয় কার্যক্রম। দালালদের চাহিদা মত টাকা দিলেই মিলে সেবা। না হয় পদে পদে হয়রানি ও বিড়ম্বনার স্বীকার হতে হয় সেবা নিতে আসা লোকদের। খোদ বিএরটিএর লোকজনের সাথে সখ্যতা রয়েছে এইসকল দালাল চক্রের । অভিযোগ আছে দালাল চক্রের কাছ থেকে কমিশন পায় বিএরটিএর লোকজন। মূলত বিএরটিএর লোকজনই দালাল চক্রের অন্যতম পৃষ্ঠপোষক।

ইতিমধ্যে বেশ কিছু অভিযানে দালাল চক্রের সদস্যদের আটক করা হলেও পাল্টায় না দৃশ্যপট। অভিযানের দুই দিন যেতে না যেতে আবার সেই পুরনো চিত্র। দালালদের হাতে জিম্মি সেবা গ্রহীতারা। নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজকে বিএরটিএ চট্টগ্রাম কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রোববার (৫ সেপ্টেম্বর) বিআরটিএ অফিসে র‌্যাব ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন নাদির বলেন, সকাল থেকেই বিএরটিএ অফিসে র‌্যাব অবস্থান নিয়ে অবৈধভাবে লেনদেন করার সময় হাতেনাতে ২০ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেওয়া হয় এবং ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, যাদের আটক করা হয়েছে তাদের ছবি সংরক্ষণ করা আছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। আবারও তারা যদি এই কাজের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img